মার্কিন সংস্থা মডার্নার (Moderna Vaccine) তৈরি করোনা ভ্যাকসিন হাতে এলে যাতে তা ঠিকমতো সংরক্ষণ করা যায়, তার প্রস্তুতি শুরু করে দিয়েছে শহরের একাধিক বেসরকারি হাসপাতাল। ফাইজারের ভ্যাকসিন এখনও ছাড়পত্র না পেলেও তা সংরক্ষণের জন্য কেনা হচ্ছে বিশেষ ফ্রিজার। এক বেসরকারি হাসপাতালের তরফে জানানো হয়, একাধিক রেফ্রিজারেটরের ব্যবস্থা করা হয়েছে। যার মধ্যে একটিতে -৮০ ডিগ্রি পর্যন্ত ভ্যাকসিন মজুত করা যাবে। গুরুত্ব অনুযায়ী সেভাবেই ভ্যাকসিন মজুত করা হবে বলে জানানো হয়েছে সংশ্লিষ্ট হাসপাতালের তরফে। ইতিমধ্যে মডার্নার ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র।
মডার্নার ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। কিন্তু ভ্যাকসিন সরবরাহের ক্ষেত্রে এখনই সরাসরি হাসপাতাল বা নার্সিংহোমের সঙ্গে চুক্তিতে নারাজ ওষুধ প্রস্তুতকারী সংস্থা। কিছুদিন আগে কেন্দ্রের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, সরকারি-বেসরকারি হাসপাতাল অথবা নার্সিংহোম ভারতে ছাড়পত্র পাওয়া যে কোনও টিকা সরাসরি প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে কিনতে পারবে। এদিকে মডার্নার পর ফাইজারের টিকাকেও ছাড়পত্র দেওয়ার ভাবনা।
সূত্রের খবর, মডার্নার টিকা কিনতে কলকাতার কয়েকটি বেসরকারি হাসপাতালের তরফে মার্কিন এই ওষুধ প্রস্তুতকারী সংস্থা মডার্নার সঙ্গে যোগাযোগ করলে তাদের তরফে জানানো হয়েছে যে, মডার্না কোনও ভারতীয় হাসপাতাল বা নার্সিংহোমের সঙ্গে এখনই সরাসরি টিকা-চুক্তিতে আগ্রহী নয়। একমাত্র ভারত সরকারের সঙ্গেই টিকা-সরবরাহের চুক্তি হতে পারে।