৬০ তম জন্মদিনে লেডি ডায়ানার মূর্তি উদ্বোধন করলেন প্রিন্স উইলিয়াম ও হ্যারি

লন্ডন : সব ব্যবধান সরিয়ে রেখে আবার পাশাপাশি প্রিন্স উইলিয়াম (Prince William)  ও প্রিন্স হ্যারি (Prince Harry) ৷ বৃহস্পতিবার লেডি ডায়ানার (Lady Diana) ৬০ তম জন্মদিন উপলক্ষে তাঁর নতুন মূর্তি উদ্বোধন করা হল ৷ সেই অনুষ্ঠানেই একসঙ্গে উপস্থিত ছিলেন ব্রিটিশ রাজপরিবারের দুই ভাই ৷ এদিন লন্ডনের কেনসিংটন প্রাসাদের বাগানে ডায়ানার মূর্তি উদ্বোধন করা হয় ৷

এক যৌথ বিবৃতিতে উইলিয়াম ও হ্যারি জানিয়েছেন, ‘‘আজ, মায়ের ৬০ তম জন্মদিনে আমরা তাঁর ভালবাসা, শক্তি ও ব্যক্তিত্বকে স্মরণ করছি ৷ এই গুণগুলিই তাঁকে বিশ্ব জুড়ে কল্যাণমূলক কাজের জন্য শক্তি হিসেবে তৈরি করেছিল ৷ অসংখ্য জীবন তাঁর জন্য সুপরিবর্তনের দিকে এগিয়ে গিয়েছিল ৷ প্রতিদিন আমরা ভাবি তিনি যদি এখনও আমাদের সঙ্গে থাকতেন ! আমাদের আশা, এই মূর্তি তাঁর জীবন ও ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত হবে৷’’

আমেরিকান অভিনেত্রী মেগান মার্কলকে হ্যারি বিয়ে করার পর দু’ ভাইয়ের মাঝে ব্যবধান ক্রমেই বেড়েছে ৷ সেই পরিস্থিতিতে উইলিয়াম ও হ্যারির যৌথ উপস্থিতি ও বিবৃতি অনেক ক্ষেত্রেই তাৎপর্যপূর্ণ ৷ তাঁদের শেষ বার একসঙ্গে দেখা গিয়েছিল এপ্রিলে, ঠাকুরদা প্রিন্স ফিলিপের অন্ত্যেষ্টিতে ৷ দুই ভাইয়ের এই যৌথ উপস্থিতি হয়তো বরফ গলার ইঙ্গিত দিতে পারে, মত বিভিন্ন মহলের ৷

করোনা পরিস্থিতিতে বৃহস্পতিবার ডায়ানার মূর্তি উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কয়েক জন মাত্র উপস্থিত ছিলেন ৷ তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ডায়ানার ভাই চার্লস স্পেনসার এবং তাঁর দুই বোন সারা ও জেন ৷

গাঢ় রঙের স্যুট পরা উইলিয়াম ও হ্যারিকে হাসিমুখে সকলের সঙ্গে হেসে কথা বলতে দেখা গিয়েছে ৷ অভ্যাগতদের মধ্যে ছিলেন ভাস্কর ইয়ান ব্রডলে এবং কেনসিংটন প্রাসাদের বাগানের পরিকল্পক পিপ মরিসন ৷ কেনসিংটন প্রাসাদের এই বাগান সাজানো হয়েছে চার হাজারের বেশি ফুলের গাছে ৷ তার মাঝে বাগান আলো করে ফুটে থাকে লেডি ডায়ানার প্রিয়তম ‘ফরগেট মি নট’-রাও ৷

সবকিছু ফেলে রেখে ডায়ানা চলে গিয়েছেন অনেক দূর ৷ ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর ৷ আজও তিনি সকলের কাছে চিরতরুণী ৷

Explore More Districts