মস্কো: গতকাল, মঙ্গলবার আচমকাই মাঝ আকাশে হারিয়ে গিয়েছিল রাশিয়ার একটি বিমান ৷ যাত্রী এবং বিমানকর্মীরা মিলিয়ে মোট ২৮ জন ছিলেন ওই Antonov An-26 বিমানে ৷ এটিসি-র সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরেই নিখোঁজ বিমানের খোঁজে জোর তল্লাশি শুরু হয়েছিল ৷ শেষপর্যন্ত অবশ্য আশঙ্কাই সত্যি হল ৷ রাশিয়ার সংবাদসংস্থা RIA-র খবর অনুযায়ী সমুদ্রেই ভেঙে পড়ে বিমানটি ৷
দুই ইঞ্জিনের টার্বোপ্রপ বিমানটি নিজের গন্তব্য পালানা বিমানবন্দর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরেই ছিল ৷ ঠিক সেই সময়েই এটিসির সঙ্গে হঠাৎই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানের পাইলটের ৷ নির্দিষ্ট সময় বিমানটি অবতরণ না করাতেই সন্দেহ হয় ৷ এরপরেই শুরু হয়ে তল্লাশি ৷ প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বিমানটি ভেঙে পড়ার পিছনে খারাপ আবহাওয়াই প্রধান কারণ ৷ বিমানটিতে দু’জন শিশু-সহ ২২ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু ছিলেন ৷ যাত্রীদের মধ্যে ছিলেন রাশিয়ার একটি অঞ্চলের মেয়র ওলগা মোখিরেভাও ৷
In today’s #DailyGeo, we look at a fatal plane crash in Russia’s far eastern Kamchatka peninsula, a deadly mudslide in Japan caused by torrential rains, and an underwater oil pipeline rupture that sparked a fire in the Gulf of Mexico. Read more here: https://t.co/JPSDQWuUtA pic.twitter.com/5cBrU4eBAh
— The American Geographical Society (@AmericanGeo) July 6, 2021
An-26 বিমানটি পেত্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে পালানার উদ্দেশে রওনা হয়েছিল ৷ কিন্তু এরপর নির্ধারিত সময় বিমানটি ল্যান্ড করেনি ৷ মাঝ আকাশেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটিসির ৷ বিমানটি ভেঙে পড়েছে কী না, তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। এপরে রাশিয়ার কয়েকটি সংবাদ সংস্থা জানায়, বিমানটি যাত্রীদের নিয়ে সমুদ্রে ভেঙে পড়েছে।
Published by:Siddhartha Sarkar
First published: