স্বামীর সৎকারে অভিনেত্রী মন্দিরা সাদা শাড়ি না পরায় সমালোচনার ঝড়

ছবি: সংগৃহীত

অভিনেত্রী ও সঞ্চালক মন্দিরা বেদির স্বামী রাজ কৌশল চট্টোপাধ্যায় ৩০ জুন ভোর বেলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর এই করোনার মাঝেও স্বামীর মরদেহ সৎকার পর্যন্ত সব রীতিতেই অংশ নিয়েছেন মন্দিরা। কিন্তু তাতে প্রশংসার বদলে তীব্র বিষবাক্যে জর্জরিত হয়েছেন তিনি।

জানা যায়, এই সৎকারে বিধবার সাদা শাড়ি না পরে জিন্স প্যান্ট পরতে দেখা গেছে তাকে। তাছাড়া হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী সৎকারে স্ত্রীর অংশগ্রহণ কাম্য নয়। শবদেহ বের করে আনা থেকে শুরু করে অ্যাম্বুলেন্সে দেহ তোলা পর্যন্ত সব কিছুতে অংশ নিয়েছেন মন্দিরা। মরদেহ কাঁধেও তুলেছেন, এ সময় জিন্স প্যান্ট ও টি-শার্ট পরেই এসব রীতি সম্পন্ন করেন মন্দিরা।

এনএনআর/

Explore More Districts