সিলেটে ৬ষ্ঠ দিনে ঢিলেঢালা লকডাউন


দৈনিকসিলেট ডটকম :: কঠোর লকডাউনে সিলেটে ৬ষ্ঠ দিনে দেখা যাচ্ছে ঢিলেঢালাভাব। লকডাউনে বাস্তবায়নে মাঠে আইনশৃঙ্খলাবাহিনী থাকলেও সড়কে বেড়েছে যানবাহনের চাপ। শুরুর দিকে মানুষের মাঝে বিধি নিষেধ অমান্য করলে শাস্তির ভয় থাকলেও এখন যেন তা কেটে গেছে।

মঙ্গলবার (৬ জুলাই) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে তৎপর থাকলেও অন্যান্য দিনের তুলনায় মানুষের আনাগোনা বেড়েছে। হাট-বাজার থেকে রাস্তাঘাটে বেড়েছ মানুষের জটলা। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে দিয়েও মানুষ নানা ছুতায় দিব্যি ঘুরে বেড়িয়েছেন।

তাছাড়া ঢাকা-সিলেট মহাসড়কেও দেখা যায় আগের দিনের তুলনায় গাড়ি চলাচল বেড়েছে। লোকজনও বাহিরে বের হচ্ছেন। হাট-বাজারেও লেগে আছে মানুষের জটলা। বিশেষ করে নগরের কাজির মাছের আড়ত চরমভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষিত ছিল। এ কয়দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোরতা নিয়ে মানুষের মধ্যে ভয় কাজ করলেও এদিন তা দেখা যায়নি।

সরেজমিনে দেখা গেছে, এদিন রাস্তার পাশের রেস্তোরাঁ, দোকানপাট বেশিরভাগ খেলা ছিল। সার্টার অর্ধেক খোলা রেখে ব্যবসা চালু রেখেছিলেন দোকানিরা। সেসব দোকানে লোকজনকে ভিড় করতে দেখা গেছে।

নগরের বিভিন্ন পয়েন্ট ও রাস্তাঘাটে মানুষের আনাগোনা আগের চেয়ে বেড়েছে। ফলে ‘লকডাউনের’ কঠোরতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

এদিন সকাল থেকে অন্যান্য দিনের মতো নগরে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। সেসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নগর চষে বেড়াতে দেখা গেছে।

ডিএস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Explore More Districts