সিলেটে তিন সেতু দিয়ে দুই দিন বন্ধ থাকবে যান চলাচল

দৈনিকসিলেট ডটকম:: সিলেট (ওসমানী বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন) সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভােলাগঞ্জ সড়কের ৩টি সেতুতে জরুরী মেরামত কাজের জন্য সকল ধরণের যান চালাচল দুই দিন বন্ধ থাকবে।

সড়ক ও জনপদ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী মাে. মােস্তাফিজুর রহমান স্বাক্ষরিত মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় আগামীকাল বুধবার(৭জুলাই) ভোর ৬টা থেকে শুক্রবার(৯জুলাই) ভোর ৬টা পর্যন্ত সিলেট(ওসমানী বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন)-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভােলাগঞ্জ সড়কের ১২তম কি.মি এ স্বাগতম সেতু, ২০তম কি.মি এ তেলিখাল সেতু, ২৭তম কি.মি এ পারুয়া সেতুর ক্ষতিগ্রস্থ ডেস্ল্যাব মেরামত কাজ করা হবে। সেতু ৩টির মেরামত কাজ চলাকালীন সময়ে উক্ত সেতু ৩টির উপর দিয়ে সকল প্রকার যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

ডিএস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Explore More Districts