সাভার পৌরবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মেয়র আঃ গনি
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভার পৌরসভার সকল ধর্মপ্রান মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন সাভার পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাভার পৌরসভার মাননীয় মেয়র আলহাজ্ব আঃগনি ।
তিনি আসন্ন পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা বার্তায় সাভার পৌরবাসী সহ দেশবাসী ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মেয়র বলেন, মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ও আনন্দময় দিন ঈদুল ফিতর।
এবারের ঈদুল ফিতর ভিন্ন প্রেক্ষাপটে করোনাভাইরাসের মহামারির মধ্যেই উদযাপিত হতে যাচ্ছে। এ জন্য স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে ঈদ উদযাপনের আহ্বান জানাচ্ছি।
ঈদের শুভেচ্ছা জানানোর সঙ্গে তার অনুরোধ, ‘করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে এবারের ঈদটা উদযাপন করি বাড়িতে বসে, যাতে করে পরবর্তী ঈদটা সবাই মিলে উদযাপন করতে পারি দারুণ আনন্দে।’
আবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারবাসীসহ সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ-মেয়র আলহাজ্ব আঃগনি।