সাভারে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ কর্মসূচির উদ্বোধন
সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নে ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করার আধুনিক যন্ত্র জাপানের ইয়ানমার কম্বাইন হারভেস্টার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে সাভার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্থানীয় কৃষকদের মাঝে হারভেস্টার মেশিন বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান।

অনুষ্ঠানে সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল মাহফুজের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল আলম রাজীব। সাভার উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ নাজিয়াত আহমেদ, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান।
এছাড়া ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ আরো অনেক উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. মোঃ এনামুর রহমান বলেন, কৃষকেরা যখন উচ্চ মূল্যে শ্রমিক নিয়োগ করে ধান কর্তন করতে গিয়ে লোকসানের আশংকায় পড়ছেন। ঠিক তখনই সরকার কর্তৃক প্রদানকৃত কম্বাইন হারভেস্টার মেশিন সামান্য খরচে ধান কর্তন, মাড়াই, ঝাড়া ও বস্তাবন্দি করতে কৃষকদের সাহায্য করছে ।
প্রতিমন্ত্রী এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজিয়াত আহমেদের প্রশংসা করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. মোঃ এনামুর রহমান ও বিশেষ অতিথি মঞ্জুরুল আলম রাজীব কম্বাইন হারভেস্টার মেশিন চালিয়ে উদ্বোধন করেন।