সানডে-মামুনুলের গোলে আবাহনীর সহজ হয় – দৈনিক ময়মনসিংহ প্রতিদিন

বৃষ্টিস্নাত দিনে প্রিমিয়ার ফুটবল লিগে দুই অর্ধের দুই গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। ১৭ ম্যাচে দশম জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে আবাহনী দ্বিতীয় স্থানে। চট্টগ্রাম আবাহনী সমান ম্যাচে পঞ্চম হারে ২৮ পয়েন্ট নিয়ে আগের পঞ্চম স্থানেই আছে। আগে দু’দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

বৃহস্পতিবার প্রথম গোল আসে ৩৪ মিনিটে। অগাস্তোর ক্রস থেকে পাওয়া বল বুক দিয়ে নামিয়ে বক্সের ভেতরে ঢুকে বা পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন সানডে চিজোবা।

বিরতির পর আবাহনী লিমিটেডের এগিয়ে যেতে সময় লাগেনি। ৫২ মিনিটে বক্সের বাইরে থেকে মামুনুল তার বা পায়ের জোরালো শটে ঠিকানা খুঁজে নেন।

Explore More Districts