এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় শরীফুল ইসলাম(১৪) নামের এক অটোচাক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত শরীফুল ইসলাম উপজেলার কচুয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে।
আজ রবিবার সকাল ৯ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য বাদল হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ১০ মার্চ(শুক্রবার) উপজেলার কচুয়া কেরানীমোড় থেকে কচুয়া বাজারে আসার পথে অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে গুরুতর আহত হয় চালক শরীফুল। তাকে উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুইদিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তার মৃত্যু হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।