নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের ঘটনায় মো. মনির উদ্দীন মনন মিয়াকে বাড়িতে ঢুকে মারধর ভাঙচুর ও নগদ অর্থ লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে উপজেলার পাহাড়কাঞ্চনপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলে জানায় ওই পরিবার।
মনন মিয়ার স্ত্রী বলেন, পৈত্রিক সম্পত্তির ভাগবাটোয়ারা করার পরেও আমার স্বামীর সহোদর ও চাচাতো ভাইয়েরা জমি দখল করতে চায়। আমাদের কোন ছেলে সন্তান না থাকায় আমাদের সমপত্তির উপর ওদের লোভ। এ নিয়ে শুক্রবার চাচাতো ভাই মিজান মাস্টারের সহযোগিতায় ৪/৫ জন লোক বাড়িতে এসে তাকে মারধর করে, বাড়িতে ভাঙচুর চালায় এবং ঘরে থাকা প ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা।
এ ব্যাপারে. মিজান মাস্টার বলেন, জমির গাছ কাটা নিয়ে মনন মিয়া আমার ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া করছে শুনছি, এ ঘটনায় বাড়িতে পুলিশও আসছিলো। মনন মিয়াকে কে বা কারা মারধর করছে আমি কিছুই জানিনা।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো রেজাউল করিম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।