শুধু ফরজ নামাজ মসজিদে আদায়ের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের | Narailkantho-Latest Bangla News & Entertainment…




দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির প্রতিদিনই অবনতি হচ্ছে। ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে গত ১ জুলাই থেকে ৭ দিনের জন্য কঠোর লকডাউন আরোপ করা হয়েছে। আগামীকাল বুধবার (৭ জুলাই) তা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থিতি বিবেচনায় লকডাউনের প্রথম দফা শেষের আগেই তা আগামী ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। দ্বিতীয় দফায় লকডাউন বাড়ানোর প্রেক্ষাপটে ধর্ম মন্ত্রণালয়ও মসজিদে শুধু ফরজ নামাজ আদায়ের অনুরোধ জানিয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ মঙ্গলবার নির্দেশনা দিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়, নিজ নিজ বাসা থেকে ওজু করে, সুন্নত ও নফল নামাজ ঘরে আদায় করে শুধু ফরজ নামাজ মসজিদে আদায় করতে অনুরোধ করা যাচ্ছে। এর আগে গতকাল সোমবার লকডাউন দ্বিতীয় মেয়াদে বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। অবশ্য প্রথম দফায় লকডাউন ঘোষণার পরও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে ৯ দফা নির্দেশনা জারি করা হয়। তবে সর্বশেষ বিজ্ঞপ্তিতে মসজিদে শুধু ফরজ নামাজ আদায়ের অনুরোধ জানানো হলো।




Explore More Districts