সরকার ঘোষিত লকডাউনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কর্মহীন রিকশা-ভ্যানচালকদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ছত্রাজিতপুর বাজারের ২০ জন চালকের মাঝে চাল তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। প্রত্যেক চালককে ২৫ কেজি ওজনের একটি চালের বস্তা দেয়া হয়।
পরে পথচারী ও চালকদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। রিকশা চালকরা জানায়, কয়েকদিনের টানা লকডাউনে শুধু রাস্তায় ঘুরতে হচ্ছে যাত্রী পাওয়া যায় না। ফলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছিল। চাল পেয়ে আনন্দে ভেসে উঠে তাদের মুখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুল ইসলাম, জেলা ছাত্রলীগের জেলা ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ সিকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ আহসান ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলীরাজসহ অন্যরা।