শিবগঞ্জে দেশীয় অস্ত্রসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় ফেনসিডিল, এয়ার গান, দেশীয় হাসুয়া, ভারতীয় রুপিসহ দুই জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৬ জুলাই) সকালে ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আমির হোসেন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান সোমবার (৫ জুলাই) গভীর রাতে উপজেলার কানসাট গোপালনগর মোড় এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন-উপজেলার কানসাট গোপালনগর মোড় এলাকার ওমর ফারুক আলির ছেলে লিটন (২৫) ও পিরোজপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে লিটন (২৭)। লে. কর্নেল মো. আমির হোসেন মোল্লা জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কানসাট এলাকায় অভিযান পরিচালনা করে দুই বোতল ফেনসিডিল, ১টি দেশীয় হাসুয়া, ১টি ডেগার, ১টি এয়ার গান, ২ হাজার ৫১০ ভারতীয় রুপি, ৩টি মোবাইল ফোনসহ তাদের আটক করা।

তিনি আরও জানান, করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যেন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে কারণে সীমান্তে টহল জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দফতর থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

Explore More Districts