শাবির ল্যাবে ১০৭ জনের করোনা শনাক্ত

দৈনিকসিলেটডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে আজ আরও ১১৭ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়ারা সিলেট, মৌলবীবাজার এবং হবিগঞ্জ জেলায় বাসিন্দা।

বুধবার (৭ জুলাই) রাতে দৈনিকসিলেটডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল। তিনি বলেন, আজ ৩৭৬টি নমুনা পরীক্ষা করে ১১৭ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়।

আজ শনাক্ত হওয়া ১১৭ জনের মধ্যে সুনামগঞ্জের ৮ জন  মৌলবীবাজারের ৫১ জন হবিগঞ্জের ৪৬ জন এবং সিলেটের ১২ জন রোগী রয়েছেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ডিএস/এমসি

Explore More Districts