শাকিরা ইস্যুতে মুখ খুললেন পিকে

শাকিরা ইস্যুতে মুখ খুললেন পিকে

(বামে) বর্তমান প্রেমিকা ক্লারা চিয়া মার্টির সাথে পিকে। পাশের ছবিতে শাকিরা।

অবশেষে শাকিরার সঙ্গে প্রতারণার অভিযোগের বিষয়ে মুখ খুললেন শাকিরার প্রাক্তন প্রেমিক ও জনপ্রিয় ফুটবল ক্লাব বার্সেলোনার সাবেক সেন্ট্রাল ডিফেন্ডার জেরার্ড পিকে।

সম্প্রতি একটি স্প্যানিশ পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন পিকে।

প্রতারণার অভিযোগের ব্যাপারে পিকে বলেন, সবাই যা ভাবছে বিষয়টি আসলে তেমন নয়। আসল সমস্যা হলো সাধারণ মানুষ কীভাবে এটিকে নিচ্ছে বা মিডিয়া কীভাবে বিষয়টিকে তুলে ধরছে।

শাকিরার ব্যাপারে পিকে বলেন, সে তার মনমতো কাজ করতে পছন্দ করে। আর এজন্যই সে সবসময় নিজের প্রতি সৎ থাকতে চেয়েছে।

শাকিরার অভিযোগ ও ভক্তদের বিরূপ প্রতিক্রিয়া সম্পর্কে পিকে বলেন, আমি যাদেরকে গুরুত্ব দিয়ে ভালোবাসি কেবল তারাই আমাকে সঠিক ভাবে চেনেন। আমি খুব খুশি যে ওর জীবনে পরিবর্তন এসেছে এবং ও জানে কীভাবে সুখী থাকা যায়।

প্রসঙ্গত, ২৩ বছর বয়সী মডেল ক্লারা চিয়া মার্টির সঙ্গে এখন প্রেম করছেন স্পেনের হয়ে বিশ্বকাপজয়ী এ তারকা ফুটবলার। গত বছর কাতালোনিয়ায় সামারফেস্ট সার্ডিনিয়া উৎসবে দুজনের চুম্বনের একটি ছবি প্রকাশ করেছিল একটি স্প্যানিশ মিডিয়া। এরপরই তুমুল আলোচনায় উঠে আসে পিকে-শাকিরার বিচ্ছেদের গল্প।

/এসএইচ

Explore More Districts