মহামারী করোনা’র ভাইরাস( কোভিড -১৯) প্রতিরোধে সারাদেশে সরকারের নির্দেশনায় লকডাউন বাস্তবায়নে শহর থেকে তৃণমূল পর্যায়ে কঠোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন প্রশাসনিক কর্মকর্তাগন ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহনী।
তারাকান্দা উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত ও সহকারি কমিশনার (ভূমি) জিন্নাত শহীদ পিংকি কে ৬ষ্ঠ দিনেও লকডাউনের কার্যক্রম বাস্তবায়নে প্রায় সকাল থেকে মাঠে রয়েছে সরজমিনে এমন চিত্র দেখা গেছে।
উপজেলার বিভিন্ন ছোটছোট বাজারে যারা স্বাস্থ্য বিধিকে তুয়াক্কা না করে সরকারের বিধিনিষেধ অমান্যকরে অবাধে চলাফেরা করছে তাঁদেরকে ভ্রাম্যমাণ অভিযানের মাধ্যমে নগদ অর্থদন্ড আদায় করছেন দায়িত্বে থাকা প্রশাসনের কর্মকর্তাগন। ৬ জুলাই মঙ্গলবার শেষ খবর পাওয়া পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজারে,রাস্তায়, মাস্কবিহীন ব্যাক্তিসহ যাহারা স্বাস্থ্য বিধি ও সরকারের আইন অমান্যকারীদের ৬ টি মামলায় ৫ হাজার ৮শত টাকা নগদ জরিমানা আদায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত।