সাদিকুল ইসলাম বলেন, ওই পরোটা তিনিও খেয়েছিলেন। কিন্তু তাঁর কোনো সমস্যা হয়নি। বিকেলে বাড়িতে এসে জবানবন্দি নেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে রেস্তোরাঁর বিরুদ্ধে তিনি কোনো অভিযোগ করতে চান না।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক নাদিম সরকার বলেন, যেহেতু পরিবারে চারজনই পরোটা খেয়ে অসুস্থ হয়ে পড়ে, সেহেতু খাবারে বিষক্রিয়া থেকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পরীক্ষার পর বিস্তারিত বলা সম্ভব হবে।