রাজবাড়ীর সুলতানপুরে ট্রাক চাপায় সেলসম্যান নিহত –

রাজবাড়ী বার্তা ডট কম :

রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের চরশ্যামনগর এলাকায় গ্যাস সিলিন্ডার বাহি ট্রাকের চাপায় সেলসম্যান জালাল মোল্লা (৪০) নিহত হয়েছে।

জালাল ফরিদপুর সদর উপজেলার ডেমরাকান্দি গ্রামের মৃত আব্দুর রব মোল্লার ছেলে।

রাজবাড়ী থানার মোহাম্মদ শাহাদাত হোসেন জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ওই ট্রাকে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের চরশ্যামনগর এলাকায় গ্যাস সিলিন্ডার সরবরাহ করতে আসেন জালাল।

ওই সময় ট্রাক চালক আশিক পেছনের দিকে ট্রাকটি চালালে হঠাৎ করেই জালাল তার নিচে চাপা পরে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও ট্রাকটি আটক করা হয়েছে। তবে ঘাতক চালক রয়েছে আতœগোপনে।

(Visited 1 times, 1 visits today)

Explore More Districts