রংপুর মেডিকেল কলেজের মৃত চিকিৎসককে পদায়ন
রংপুর মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা.ফেরদৌস আরা শেখ নামের একজন মৃত চিকিৎসককে পদায়ন করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
মহামারী কোভিড-১৯ মোকাবেলায় জনসেবা নিশ্চিতে রংপুর মেডিকেল কলেজ এর ৬৫ জন চিকিৎসককে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পদায়ন করা হয়েছে। তারমধ্যে ডা.ফেরদৌস আরা শেখ এর নাম তিন নাম্বারে।
রোববার (৪ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা রোববার (৪ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।প্রজ্ঞাপনে বলা হয় বুধবারের (৭ জুলাই) মধ্যে পদায়নকৃতদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে অন্যথায় তাদের অবমুক্ত করা হবে।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু জানান,ওই চিকিৎসক ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন।আমরা বিষয়টি স্বাস্থ্যবিভাগকেও জানিয়েছি তবে এটি অনিচ্ছাকৃত ভূল হতে পারে।