রংপুরে ২০০ অসহায় পরিবারকে সেনাবাহিনীর খাদ্য সহায়তা

রংপুরে ২০০ অসহায় পরিবারকে সেনাবাহিনীর খাদ্য সহায়তা

লকডাউনের প্রভাবে রংপুর নগরীতে কর্মহীন অসহায় ও নিন্মআয়ের ২০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

সকালে রংপুর জিলা স্কুল মাঠে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম কামরুল হাসান।এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল,১ কেজি ডাল,১ কেজি আটা,১ কেজি লবন,আধালিটার সয়াবিন তেল ও একটি সাবান বিতরন করা হয়।

খাদ্যসহায়তা পেয়ে কেরানীপাড়ার বাসিন্দা হাসনা বেগম বলেন,লকডাউনের সময়ে এই সহায়তা পেয়ে খুব উপকার হইলো।এসময় সেনাবাহিনীর প্রশংসাও করেন তিনি।

রংপুর বিভাগে মোট ১০০০ পরিবারকে এই মানবিক খাদ্য সহায়তা দেয়া হবে বলেও জানিয়েছেন সেনাবাহিনী সূত্র।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Explore More Districts