জুলাই ৭, ২০২১

মাহবুব আলম আরিফ, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে সিএনজির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। অপর এক আরোহী আহত হয়েছে। মঙ্গলবার উপজেলার মুরাদনগর-ইলিয়েটগঞ্জ সড়কের পাটুয়াটুলি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোঃ রমিজ মিয়া (২৫)। তিনি উপজেলার জাহাপুর ইউনিয়নের বড়ইয়াকুড়ি গ্রামের মাহবুব মিয়ার ছেলে।আহত একজন হলেন মোটরসাইকেল আরোহী শাওন (২৫)। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাওন উপজেলার বড়ইয়াকুড়ি গ্রামের মঙ্গল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় এক ব্যক্তি জানান, মঙ্গলবার সকালে দু’জন একটি মোটরসাইকেলে করে বড়ইয়াকুড়ি থেকে মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়ক দিয়ে ঢাকায় যাচ্ছিলেন। সকাল সাড়ে দশটার দিকে মোটরসাইকেলটি পাটুয়াটুলি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী চালক রমিজ মিয়া ঘটনাস্থলেই মারা যায়। পরে সাথে থাকা অপর আরোহী শাওনকে স্থানীয় লোকজন উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে পাঠান।
মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) সমীর ভট্টাচার্য্য এই দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে সিএনজি ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
আর পড়তে পারেন
নোয়াখালিতে সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ওসি’সহ আহত অর্ধশতাধিক, নিহত ১
দুর্ঘটনার কবলে কুবির মাইক্রোবাস, নিহত ১
চান্দিনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বের মৎস্য প্রজেক্টে, নিহত ১
বুড়িচংয়ে স্টারলাইন বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপরে, নিহত ১, আহত ১৪
চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস খাদে,নিহত ১
দাউদকান্দিতে বাস খাদে: নারী-শিশুসহ আহত ৪০, নিহত ১
৫ মাসে চলন্ত বাসে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে ৫টি, নিহত ১, প্রতিরোধে যা করণীয়
বরুড়ায় অগ্নিকান্ডে ২টি বসতঘর পুড়ে ছাই, নিহত-১
কুমিল্লা নগরীর ইমানিয়া ও ডায়না বেকারিকে ৫০ হাজার টাকা করে জরিমানা
- পশ্চিমবঙ্গে ৩৩ বাংলাদেশি গ্রেপ্তার
৫ আগস্ট চাঁদপুরে ৩ লাখ শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে
আত্মবিশ্বাসী বাংলাদেশ