
৭ জুলাই, ২০২১ | ১২:০৭ পূর্বাহ্ণ
অনলাইন ডেস্ক
মারা গেলেন চিত্রনায়িকা সিলভী: ‘আর্থিক টানাপড়েনে হয়নি চিকিৎসা’
বাংলা চলচ্চিত্রের নায়িকা সিলভী আজমী চাঁদনী আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন)। মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে বগুড়ার একটি হাসপাতালে মারা যান তিনি।
সিলভী মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক বিপ্লব শরীফ। তিনি জানান, অনেক দিন ধরে থাইরয়েড সমস্যার চিকিৎসা নিচ্ছিলেন সিলভী। আর্থিক টানাপড়েনেও পড়েছিলেন তিনি। অভাবের কারণে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছিল না। ঢাকার হেলথ কেয়ারে ভর্তি ছিলেন অনেক দিন। এরপর তিনি বগুড়ায় যান এবং সেখানকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
২০০৭ সালে বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে চলচ্চিত্রে আসে সিলভী আজমী চাঁদনী। চলচ্চিত্রে তার যাত্রা শাহাদাত হোসেন লিটন পরিচালিত ‘বল না কবুল’ ছবি দিয়ে। ছবিটিতে তিনি শাকিব খানের ছোট বোনের চরিত্রে অভিনয় করেন।
২০১০ সালে ‘যেমন জামাই তেমন বউ’ চলচ্চিত্রে ইমনের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেন সিলভী।
পূর্বকোণ/মামুন/পারভেজ
শেয়ার করুন
The Post Viewed By: 87 People