পাবনার বেড়া মডেল থানায় অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার তার অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ওসি বেড়া নামক আইডিতে ৫ জুলাই সোমবার আনুমানিক রাত ৯ টা ৩০ মিনিটে
বেড়াবাসীকে করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে আবেগময় সচেতন মূলক স্ট্যাটাস দিয়ে প্রশংসায় ভাসছেন।
প্রতিবেদক সম্পূন স্ট্যাটাসটি তুলে ধরলেন
প্রিয় বেড়াবাসি,
জানি ভালো নেই।জীবন ও জীবিকার একটি জটিল সমীকরনের ভিতর দিয়ে আমি আপনি সবাই দিন পার করছি।করোনা ভাইরাস (কেভিড-১৯) এর থাবায় পুরো বিশ্ব নাস্তানুবুদ হচ্ছে।আমাদের প্রিয় স্বদেশ ও এর বাইরে নয়।আমরা ইচ্ছে করলেই স্বাধীন ভাবে সব কিছু করতে পারছি না।একটি শুভ সময়,সুন্দর পরিবেশের অপেক্ষায় আমরা কিছু বিধি নিষেধের আওতায় দিন পার করছি।একটি সুন্দর আলো ঝলমলে সকালের প্রত্যাশায় মান্যবর পুলিশ সুপার স্যার এর নেতৃত্বে পাবনা জেলা পুলিশ সম্পূন দায়িত্বশীলতা,মানবিকতাও পেশাদারিত্বের ভিত্তিতে অপিত দায়িত্ব পালন করে যাচ্ছে।এই কঠিন যুদ্ধের সহযোদ্ধা হিসেবে বেড়া মডেল থানা পুলিশ বেড়া থানা এলাকায় আমরা আমাদের কাজ করে যাচ্ছি।অনেকে মনে কষ্ট পেতে পারেন,অনেক কিছু ভাবতে পারেন।কিন্তু একটা কথা মনে রাখবেন এই প্রিয় স্বদেশের প্রতিটি মানুষের জীবন বাঁচানোর জন্য সরকারের প্রানান্তকর চেষ্টা।আমরাও চাই বেড়া কলেজ,বিবি স্কুল,আলহেরা একাডমী,সহ সকল প্রতিষ্ঠান,কিশোর কিশোরী,যুবক যুবতীদের পদচারনায় মুখর হয়ে উঠুক। শিশু বিদ্যানিকেতন গুলো মাতিয়ে তুলুক পাপজি,ফ্রি ফায়ার নেশা থেকে বেড়িয়ে আসা নিস্পাপ শিশুরা।কলেজ মাঠ,কৈটোলা মাঠ সহ সকল মাঠে যৌবনের শক্তি শানিত হয়ে বেড়ে উঠুক সুস্হ দেহ সুস্হ মন।আবার মুখরিত হয়ে উঠুক বেড়াবাসির প্রানের স্পন্দন,ইকোনোমির সূতিকাগার বৃশালিখা ঘাট,ডাকবাংলো ঘাট,মোহনগন্জ,নাকালিয়া,সিএন্ডবি হাট।ফোকলা দাতে হেসে উঠুক নতুন ভারেঙ্গার চা দোকামি বৃদ্ধ চাচা,মেয়ের জন্য লাল জামা কিনে নিয়ে যাক সারাদিন ঘাম ঝরানো ভ্যানচালক বাবা।হুরাসাগর নদীতে না হোক ইছামতিতে হোক নৌকা বাইচ।হুরা সাগর নদীতে আসুক বনভোজনের নৌকা।ঈদের পরেই বিয়ে হোক পাচুরিয়ার সখিনা বিবির মেয়ে, তেঁঘরী গ্রামের কুদ্দুস বয়াতীর ছেলের সাথে।বিয়েতে মাইক বাজুক,,,,অল্প না বয়সে সখিনা ছেরি, আমার মন টা নিলি কারি, সত্যি কইরা,, কোন দ্যাশে বাড়ি।আমারা চাই শ্রদ্ধা,ভালোবাসায় দৃঢ় হোক পারবারিক,সামাজিক বন্ধন।বেড়া বাসির আতিথেয়তা হয়ে উঠুক স্মরনীয়।প্রত্যাশা আর প্রাপ্তির যোগফল মিলে যাক কাটা কাটায়।কিছু ফল না মিললেও শূন্য থেকেই শুরু হোক আবার সামনে পথচলা।বেড়া থানা পুলিশ প্রত্যাশা করে বেড়াবাসি নিক বিশুদ্ধ নিঃশ্বাস।।আমাদের এই সকল চাওয়া কে কাল-বৈশাখীর ঝড়ে লন্ড ভন্ড করে দিচ্ছে কোভিড১৯। এমন মৃত্যু আমরা চাই না যেখানে দাফন বা সতকারের লোক পাওয়া যাবে না।এই সুন্দর ধরনী তে আমরা অক্সিজেন স্বল্পতায় মারা যাব এটা মেনে নেওয়া কষ্টকর।
প্রিয় বেড়া বাসি, একটা কথা মনে রাখবেন প্রকৃতি কখনও শূন্যতা পছন্দ করেনা।দেখেন মানুষ যেখানে বন্ধি, প্রকৃতি সেখানে মুক্ত।তাহলে এই সুন্দর পৃথিবীটাকে নষ্ট করে ফেলেছি আমরা।শুধু মাত্র আমি আমি করে।
অনেক কথা লিখলাম,লেখার ছিল অনেক কিছু।লকডাউনের মেয়াদ আরও সাত দিন বাড়ানো হয়েছে।দয়া করে সবাই সকল বিধি নিষেধ মেনে চলুন।।মাস্ক পড়ুন,,সামাজিক দূরত্ব বজায় রাখুন,নিয়মিত সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন।কথা দিচ্ছি পৃথিবী আবার শান্ত হলে ভ্যান, রিকশা,সহ সকল গাড়ি সুন্দর করে পারাপার হবে সিএন্ডবি তে । কোন যানজট থাকবে না, ভাল থাকুক বেড়া পৌরবাসি,ভাল থাকুক হাটুরিয়া নাকালিয়া,চাকলা,কৈটোলা, নতুন ভারেঙ্গা বাসি।
