বেরোবির দুই কর্মচারীকে গাঁজা সেবনের দায়ে আটক 

বেরোবির দুই কর্মচারীকে গাঁজা সেবনের দায়ে আটক 

গাঁজা (মাদক) সেবনের দায়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই কর্মচারীকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি (তদন্ত) শাহ আলম।

সোমবার রাতে (৫জুলাই)  নগরীর পাশে দমদমা ব্রীজের কাছে চেকপোস্টে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী মনোয়ার হোসেন ও আতিক হাসান।

বিশ্ববিদ্যালয়ের আটকের বিষয় জানতে চাইলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানি বলেন, ‘দুইজন কর্মচারী গাঁজাসহ ধরা পড়েছে বলে জেনেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হবে কিনা এ বিষয়ে তিনি বলেন, ‘কোন অপরাধীকে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রশ্রয় দেবে না। এমনকি তাদেরকে বাঁচানোর জন্য কোন তদবীরও করবে না। আইন অনুযায়ী যা হয় সর্বোচ্চটুকু প্রশাসন করবে।’

বেরোবির দুই কর্মচারী আটকের বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি (তদন্ত) শাহ আলম বলেন,গাঁজা সেবনের দায়ে আতিক ও মনোয়ার নামে দুজনকে আটক করা হয়েছে।আজ (মঙ্গলবার) তাদের আদালতে পাঠানো হবে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Explore More Districts