বেদখল খাল-বিল উদ্ধারে উপজেলা চেয়ারম্যান রাজীব এর ভূমিকা প্রশংসনীয়

বেদখল খাল-বিল উদ্ধারে উপজেলা চেয়ারম্যান রাজীব এর ভূমিকা প্রশংসনীয়

নদী ও খাল দখল কারীরা যতই প্রভাবশালী হোক না কেন, দখল মুক্ত করে নদী ও খালের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে।
আজ শনিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া কলেজে সাভার উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন কালে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এ কথা বলেন। এ সময় তিনি হেমায়েতপুরে দখল হয়ে যাওয়া কাটাখালী পরিদর্শন করেন।
জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাভারে বৃক্ষরোপন কর্মসুচী শুরু হয়েছে। বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এসময় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের কয়েক’শ চারা রোপন করা হয়। পরে উপজেলা চেয়ারম্যান তেঁতুলঝোড়া কলেজের চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন ও পৌর ছাত্রলীগ নেতা মাসুম দেওয়ানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন

Explore More Districts