করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের দেওয়া কঠোর লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে রাস্তায় বের হওয়ায় লালবাগ ও রমনা এলাকা থেকে ১৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ডিএমপির লালবাগ ও রমনা বিভাগের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা ও রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা বলেন, সরকারি বিধিনিষেধ নিশ্চিত করতে লালবাগ ও রমনা বিভাগের বিভিন্ন পয়েন্ট এলাকায় সকাল থেকেই দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। কঠোর লকডাউনের মধ্যেও যথাযথ কারণ ছাড়া ঘর থেকে বের হওয়ায় লালবাগ বিভাগ থেকে ১০৫ জনকে এবং রমনা বিভাগ থেকে ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে।