বিধিনিষেধ অমান্য করায় রংপুরে আড়াই লক্ষ টাকা জরিমানা : ৯৬ মামলা
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দেশব্যাপী কঠোর লকডাউনের ৫ম দিনে রংপুর মেট্রোপলিটন এলাকায় সরকার ঘোষিত বিধি-নিষেধ বাস্তবায়ন করছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। তারা যানবাহনের চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি মহানগরীর সড়কগুলোতে ২০ টি চেকপোস্ট বসিয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে ।
রংপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাফিক ও ডিবি, জেলা প্রশাসন, সেনাবাহিনী ও র্যাবের টহল দল, রংপুর মেট্রোপলিটন এলাকায় লকডাউনের বিধি নিষেধ বাস্তবায়নে মোট ৪০ টি মোবাইল কোর্ট পরিচালনা করে। এতে মোট ১ হাজার ছয়শত টাকা টাকা জরিমানা করা হয়।
লকডাউনের বিধি নিষেধ বাস্তবায়নে রংপুর মেট্রোপলিটন এলাকায় সেনাবাহিনীর টহল দল ২ টি, র্যাবের এর ২টি টহল দল, বিজিবির টহল দল ২ টি ও আনসার ব্যাটালিয়নের ২ টি টহল দল কাজ করছে।
এদিকে, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মো. ফারুক আহমেদ জানান, সোমবার মহানগরীতে আইন অমান্য করায় ৯৬ টি মামলা দায়ের করা হয়েছে। আটক করা হয়েছে ১১টি যানবাহন, জরিমানা করা হয়েছে হয়েছে ২ লক্ষ ৭২ হাজার ৫০০ টাকা।