বাসাইলে হামিদ মডেল স্কুলের সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান – News Tangail

বাসাইলে হামিদ মডেল স্কুলের সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান – News Tangail

বাসাইল থেকে মাসুদ রানা: টাঙ্গাইলের বাসাইল  উপজেলার নাইকানবাড়ী আলহাজ্ব হায়দার হামিদ মডেল বিদ্যালের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

১৯ মার্চ রবিবার সকালে নাইকানবাড়ী আলহাজ্ব হায়দার হামিদ মডেল  স্কুল মাঠে এ অনুষ্ঠান হয়।

এতে নাইকানবাড়ী আলহাজ্ব হায়দার হামিদ মডেল স্কুলের  সভাপতি এস এম এ করিম বিন হায়দার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাসাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মীর মনিরুজ্জান ,সাধারণ সম্পাদক ওসমান আলী মিয়া,সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুস ছালাম মিয়া,বীরমুক্তিযোদ্ধা এস এম আবু বকর সিদ্দিকী, সদর আওয়ামী লীগের সাধারন সম্পাদক জুলহাস উদ্দিন, প্রধান শিক্ষক আঃ আজিজ মিঞা , অবঃপ্রাপ্ত সেনা সদস্য মশিউর রহমান কালন,স্থানীয় সদস্য ফিরোজ আল মামুন, বিশাল ফার্নিচার হাউজের পরিচালক আব্দুল আলীম মিয়া, আজীবন দাতা সদস্য তাহমিনা করিম,

প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নাইকানবাড়ী আলহাজ্ব হায়দার হামিদ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সংগ্রাম।


“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল

Explore More Districts