২৪ জুন ২০২১ বৃহস্পতিবার ৯:৪০:২৭ অপরাহ্ন | ![]() ![]() ![]() ![]() |
মোহাম্মাদ আলী বাবুগঞ্জ ( বরিশাল):

বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ৪ বছরেও ৫০ শয্যা হাসপাতালের জনবলের অনুমোদন মেলেনি।জনবল সংকটের কারণে সেবা বঞ্চিত হচ্ছে হাজারো মানুষ।অপরদিকে আধুনিক অপারেশন থিয়েটার এবং এ-ক্সে মেশিন স্থাপন করলেও তা রোগীদের কোনো কাজে আসছে না। র্দীঘদিন ধরে অযত্ন ও অবহেলায় পড়ে থাকার কারনে অপারেশন থিয়েটারের মেশিনপত্র ও সার্জিক্যাল সরঞ্জামাদি নষ্ট হচ্ছে।
বৃহস্পতিবার বিকালে বাবুগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) গিয়ে জানা গেছে,বাবুগঞ্জ উপজেলার জনসাধরনের চিকিৎসা সেবাদানের লক্ষ্যে ১৯৬৩ সালের ১২ এপ্রিল বাবুগঞ্জ উপজেলার বাহেরচর এলাকায় ৩১শয্যাবিশিষ্ট হাসপাতাল উদ্ধোধন করেন তৎকালিন বিচারপতি আব্দুল জব্বার খান ।

সেই অবস্থায় বিদ্যমান ৩১শয্যার জনবল দিয়ে ৫০শয্যা হাসপাতাল চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১শয্যা থেকে ৫০শয্যায় উন্নীত করতে ৭ কোটি ৪২হাজার ৯৫ হাজার টাকা খরচ করে আধুনিক সুযোগ –সুবিধা সংবলিত দৃষ্টিনন্দন একটি তিনতলা ভবন নির্মান করা হয়।
২০১৪ সালের ২৩ অক্টোবর ৩১শয্যা এ হাসপাতালটি উন্নীত করনে ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাবেক বিমান মন্ত্রী রাশেদ খান মেনন এমপি।
সংশ্লিষ্ট নির্মাতা প্রতিষ্ঠান ২০১৬সালে ওই ভবন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। ২০১৭ সালের ১৩জানুয়ারী ৫০শয্যা এ হাসপাতালটি উদ্ধোধন করেন সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যানমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি।

কিন্তু উদ্বোধনের পর ৪ বছর পার হলেও চালু হয়নি ৫০ শয্যার কোনো কার্যক্রম। এমনকি দেয়া হয়নি প্রয়োজনীয় জনবল, বাড়ানো হয়নি সুযোগ-সুবিধা। বহির্বিভাগ চালু করতে কোন জনবল দেয়া হয়নি।
২০২১ সালের ৯র্মাচ মাসে ৫০শয্যাবিশিষ্ট এ হাসপাতালে ২টি স্বয়ংক্রিয় আধুনিক অপারেশন থিয়েটার ,এ-ক্সে মেশিন স্থাপন করলেও তা রোগীদের কোনো কাজে আসছে না।
র্দীঘদিন ধরে অযত্ন ও অবহেলায় পড়ে থাকার কারনে অপারেশন থিয়েটারের মেশিনপত্র এবং সাজিক্যাল সরঞ্জামাদি নষ্ট হচ্ছে। অথচ এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষ নজর দিচ্ছে না।
হাসপাতালটি ৫০শয্যায় উন্নীত করায় নতুন করে পোষ্ট –অপারেটিভ রুমসহ ৫টি রুম নিয়ে তৈরি করা হয় আরও একটি অত্যাধুনিক অপারেশন থিয়েটার। কিন্তু অপারেশন থিয়েটার, এ-ক্সে মেশিন, অ্যানেসথেসিয়া মেশিন চালু এবং অদ্যবধি কোনো ডাক্তার নিয়োগ দেয়া হয়নি। গত ৫মাস ধরে অপারেশন থিয়েটারের মেশিনপত্র এখন পর্যন্ত রুমের মধ্যে পড়ে রয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা মোঃ শাহাজাহান খান বলেন, হাসপাতাল আধুনিক হলেও আমরা এখনো সব ধরনের সেবা পাই না। এখনো আমাদের বরিশাল সদরে যেতে হয়।
এ ব্যাপারে বাবুগঞ্জ উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবাস সরকার বলেন, এ হাসপাতালে ওটি ব্যাপারে চিকিৎসক নিয়োগের জন্য উর্ধ্বতন কতৃপর্ক্ষের কাছে বহুবার আবেদন করা হলেও কোন সাড়া মিলছে না।
বাবুগঞ্জে প্রায় তিন লাখ মানুষের একমাত্র ভরসাস্থল এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকসহ চিকিৎসা কর্মকর্তা থাকার কথা ৯ জন। এর মধ্যে ৫টি পদই শূন্য।
এছাড়া ডাক্তার ও অন্যান্য কর্মকর্তা-কমচারি ১২৫জনের স্থলে শূন্য রয়েছে ২৫টি পদ।শূন্য পদগুলো হলো আবাসিক মেডিকেল অফিসার ১জন, জুনিয়র কনসালটেন্ট (এনেসথেশিয়) ১জন সার্জারি ১জন, মেডিসিন ১জন, সিনিয়র ষ্টাফ নাস ৩জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, স্যামকো, র্ফামাসিট ২জন, মেডিকেল টেক ল্যাব ১জন রেডিও ১জন ইপিআই ১জন স্বাস্থ্য পরিদশক ১জন, স্বাস্থ্য সহকারি ৪জন, এমএলএস এস ১জন, আয়া ১জন , কুক ১জন, মালী ১জন, ঝাড়–দার ১জনসহ ২৫জনের পদ শূন্য রয়েছে।
শিশু, নাক-কান-গলা, গাইনি, চর্ম ও যৌন, চক্ষু, অর্থোপেডিকসের কোনো চিকিৎসক নেই। ফলে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |