বান্দরবানে চলছে কঠোর লকডাউন। গত ১লা জুলাই সারাদেশের মত বান্দরবানে ও শুরু হয় এই লকডাউন।
এদিকে লকডাউন বাস্তবায়নে বান্দরবান জেলা সদরসহ সাতটি উপজেলায় জেলা প্রশাসনের ১৮টি টিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে যাচ্ছে। ১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্ধয়ে র্যাব,পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করে যাচ্ছে।
এই বিষয়ে আরও
লকডাউনের ৪র্থ দিনে আজ ৪ জুলাই পুরো বান্দরবান জেলায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে আইন অমান্য করার অপরাধে ৪৪টি মামলা দায়ের করেছে এবং ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
জেলা প্রশাসনের তথ্যমতে জানা যায়, লকডাউন বাস্তবায়নে সাত উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে যাচ্ছে আর নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমান আদালত পরিচালনায় স্কাউট ,পুলিশ,র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সহায়তা করছে।
বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটও সহকারী কমিশনার মো.কায়েসুর রহমান জানান, অযথা ঘোরাফেরা করতে না পারে তা ভ্রাম্যমান আদালত নজরদারি করছে এবং যারা আইন অমান্য করে ঘরের বাইরে আসছে তাদের মামলার পাশাপাশি জরিমানা করা হচ্ছে।