বরুড়ায় টর্নেডো ক্ষতিগ্রস্তদের গৃহনির্মাণে জনকল্যাণ সমিতির এক লক্ষ টাকার অনুদান – Ajker Comilla

আজকের কুমিল্লা ডট কম :

জুলাই ৬, ২০২১

news-image

স্টাফ রির্পোটার :

বরুড়ায় ঢাকাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির উদ্যোগে চিতড্ডা ইউনিয়নের ইটাখোলা গ্রামে টর্নেডো ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের গৃহনির্মানের জন্য এক লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদে নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলামের নিকট এ চেক হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ ইকবাল হোসেন, বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কামাল হোসেন, জনকল্যাণ সমিতির সহ-সভাপতি আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, সদস্য ও ব্যাংক এশিয়ার বরুড়া শাখার ম্যানেজার জামাল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডো উপদেষ্টা মো: আমান উল্লাহ, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জোবায়ের হোসেন।

উল্লেখ্য, ঘটনার পরেরদিন ঢাকাস্থ বরুড়া জনকল্যাণ সমিতি এক লক্ষ টাকার অনুদানের ঘোষণা করেন। সেই ঘোষনার টাকার চেক হস্তান্তর করা হয়।

আর পড়তে পারেন

Explore More Districts