এমডি. আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লার বরুড়া পৌরসভার পুরান কাদবা পূর্ব পাড়ার কৃষক মোঃ জাকির হোসেনকে কাউন্সিলর মিজানুর রহমানের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (৫ জুলাই) সকাল ১০ টার দিকে জাকিরের বাড়িতে গিয়ে এ সহায়তা প্রদান করা হয়।
জানা গেছে, জাকির হোসেনের একটি পা অকেজো হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর টাকার অভাবে চিকিৎসা চলাতে পারছিলেন না। জাকিরের মানবেতর জীবন যাপনের বিষয়টি স্থানীয়দের দৃষ্টিগোছ হয়।
গতকাল বিকালে কাউন্সিলর মিজানুর রহমানের উদ্যোগে ও সমাজের গণ্যমান্যদের সার্বিক সহযোগিতায় জাকির হোসেনকে ১২ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মিজানুর রহমানের, মেঘনা লাইফ ইন্সুইরেন্স কর্মকর্তা আলী আকবর মাস্টার, গ্রাম কমিটির সভাপতি আবদুর রহিম, মোস্তফা মিয়া ও সুলতান মিয়া প্রমুখ।