ফেনীতে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট, সুরক্ষা সামগ্রী ও মৌসুমি ফল বিতরণ করেছে লিও ক্লাব – prothom-feni.com

শহর প্রতিনিধি->>

ফেনী লিও ক্লাবের উদ্যোগে রিকশাওয়ালাদের মাঝে রেইনকোট, সুরক্ষা সামগ্রী ও মৌসুমী ফল বিতরণ করা হয়েছে। চলমান করোনা পরিস্থিতিতে শ্রমজীবী মানুষের আর্থিক সংকট ও সুরক্ষার কথা চিন্তা করে বুধবার বিকেলে শহরের পুরাতণ রেজিস্ট্রি অফিস সংলগ্ন লায়ন্স ক্লাবের অফিসে রেইনকোট, সুরক্ষা সামগ্রী ও মৌসুমী ফল বিতরণ করেন অতিথিবৃন্দ।

ফেনী লিও ক্লাব প্রেসিডেন্ট লিও মুরাদ হাসনাত রাফীর সভাপতিত্ত্বে অতিথি ছিলেন লায়ন্স ডিষ্ট্রিক্ট ৩১৫ বি২ এর কনসার্ন রিজিয়ন চেয়ারপার্সন ও ফেনী লিও ক্লাবের এডভাইজর লায়ন মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, লায়ন্স ক্লাব অব ফেনীর প্রেসিডেন্ট লায়ন রফিকুল হক নিপু, লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরীর সদস্য লায়ন শফিউল ইসলাম, লিও জেলা ৩১৫ বি২ এর প্রাক্তন সভাপতি লায়ন আব্দুর রহমান সুজন।

ক্লাব সেক্রেটারি এবিএস ফরহাদের সঞ্চলনায় উপস্থিত ছিলেন ফেনী লিও ক্লাব ভাইস প্রেসিডেন্ট লিও মিথিলা রুম্মান, জয়েন্ট সেক্রেটারি লিও মো. সবুজ ও লিও ইউসুফ আহমেদ নিশাদ সহ অন্যান্য লিওবৃন্দ। প্রোগ্রামে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন লিও মো. জায়েদুল ইসলাম ও লিও আব্দুল হালিম রাসেল।

Sharing is caring!

Explore More Districts