৬ জুলাই ২০২১ মঙ্গলবার ১১:৪০:৪৩ অপরাহ্ন | |
সাইফুল ইসলাম,বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ
মুজিববর্ষে বাবুগঞ্জ উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। মঙ্গলবার সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রাম ১০টি ও জাহাঙ্গীর নগর ইউনিয়নের শীলনদিয়া এলাকায় ১৮ টি গৃহ নির্মাণ কাজ পরিদর্শনে বাবুগঞ্জে যান বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ সোহেল মারুফ ।
এ সময় তিনি বাবুগঞ্জের গৃহহীনদের জন্য উপযোগী ও টেকসই ঘর নির্মাণকাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীনদের জন্য বাবুগঞ্জে প্রথম পর্যায়ে ১৭০ টি ও দ্বিতীয় পর্যায়ে ১০ টি ঘরের নির্মাণ কাজ শেষের পথে বলে জানান প্রকল্পের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম।
বরিশাল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো. সোহেল মারুফ এর তত্ত্বাবধানে নির্মাণকাজ পরিদর্শনকালে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. মনোয়ারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. ইব্রাহিম ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত সারা দেশে গৃহ ও ভূমিহীন ৮ লাখ ৮২ হাজার ৩৩ পরিবারকে পাকা বাড়ি নির্মাণ করে দিচ্ছে সরকার। ‘মুজিববর্ষে বাংলাদেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্দেশের পর এ উদ্যোগ নেয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্প, ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ সহনীয় বাড়ি প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |