প্রথম সেশনে জিম্বাবুয়ের বোলারদের দাপট

প্রথম সেশনে জিম্বাবুয়ের বোলারদের দাপট

জিম্বাবুয়ের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৩ উইকেট হারিয়ে টাইগাররা সংগ্রহ করেছে ৭০ রান। বর্তমানে ক্রিজে আছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম।

মুজারাবানির ধাক্কা সামলে সাদমান-মুমিনুল জুটির অর্ধশতক
শুরুতেই দুইটি উইকেট শিকার করে ব্লেজিং মুজারাবানির উল্লাস

হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুমিনুল। জিম্বাবুয়ের বিপক্ষেও হতাশ করেন সাইফ হাসান। নড়বড়ে কৌশল নিয়ে পরাস্ত হয়ে ব্লেজিং মুজারাবানির বলে বোল্ড হন তিনি। মাঠ ছাড়ার আগে ৫টি বল খেললেও রান সংগ্রহ করতে ব্যর্থ হন।

ব্যর্থ হন নাজমুল হোসেন শান্তও। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে সেই ১৬৩ রানের ইনিংসের পরে আর বড় ইনিংসের দেখা পাননি। আজ ফিরেছেন ৮ বলে ২ রান করে। তিনিও মুজারাবানির বলে স্লিপে ক্যা তুলে দেন।

Also Read – ওয়ানডে খেলেই টি-২০ সিরিজের ব্যাপারে সিদ্ধান্ত নিবেন তামিম

৮ রানেই ২ উইকেট হারিয়ে ফেলার পরে সাদমান ইসলামকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক মুমিনুল। অধিনায়ক রান তুলতে থাকলেও অপরপ্রান্তে সাদমান মাটি কামড়ে শুরু করে। দুই অঙ্কের রানের ঘরে পৌঁছাতে তিনি খেলেন ৪৬টি বল। তারপরে রান তোলার গতি বাড়ান এই বাঁহাতি ব্যাটসম্যান।

সাদমান ও মুমিনুলের ৬০ রানের জুটির সমাপ্তি ঘটে সাদমানের আত্মহত্যায়। রিচার্ড গারাভার বলে স্লিপের ব্রেন্ডন টেলরকে ক্যাচ উপহার দেন তিনি। ৬৪ বলে ২৩ রান করেন সাদমান। তার ব্যাট থেকে আসে ৪টি চার। ৬৮ রানে ৩টি উইকেট হারায় বাংলাদেশ।

মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৩ ওভারে ৩ উইকেটে ৭০ রান। মুমিনুল ৫২ বলে ৩২ রান ও মুশফিক ১৪ বলে ১ রানে অপরাজিত আছেন।

সংক্ষিপ্ত স্কোর

টস : বাংলাদেশ

বাংলাদেশ ৭০/৩ (১ম ইনিংস)
মুমিনুল ৩২*, সাদমান ২৩, শান্ত ২, মুশফিক ১*, সাইফ ০;
মুজারাবানি ২/৫।

Explore More Districts