পাকস্থলীতে ৩৫০০ ইয়াবা, শাহজালালে যাত্রী আটক

পাকস্থলীতে ৩৫০০ ইয়াবা, শাহজালালে যাত্রী আটক

পাকস্থলীতে ইয়াবা বহনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মো. জাহিদ হোসেন (২৫) নামের এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

আটক এই যাত্রী রোববার (১ অক্টোবর) সন্ধ্যায় ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় আসেন। সোমবার (২ অক্টোবর) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক গণমাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করেন।

জিয়াউল হক বলেন, অভ্যন্তরীণ টার্মিনালে সাদা পোশাকে দায়িত্বরত গোয়েন্দা দল প্রথমে জাহিদকে সন্দেহভাজন হিসেবে আটক করে। পরে তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশের অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে পাকস্থলীতে ইয়াবা বহনের কথা স্বীকার করেন।

তিনি জানান, এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য জাহিদ হোসেনকে রাজধানীর একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্সরে পরীক্ষায় তার পাকস্থলীতে ছোট ছোট ৭২টি প্যাকেটের অস্তিত্ব ধরা পড়ে। পরে আটক এই যাত্রীকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকের তত্ত্বাবধানে তার পেট থেকে মোট ৭২টি প্যাকেটে ৩ হাজার ৫১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ জানায়, জাহিদ হোসেনের বাড়ি কক্সবাজারের টেকনাফে বলে সে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এর আগেও গত ২৬ মে বিমানবন্দরের সামনে থেকে ইয়াবাসহ জাহিদ হোসেনকে গ্রেফতার করা হয়েছিল।

/এমএন

Explore More Districts