ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
প্রায় প্রতিদিনই পদ্মা নদীর রাজবাড়ী জেলার অংশে বৃদ্ধি পানি। গত কয়েক দিনের চাইতে মঙ্গলবার পানি বৃদ্ধি পেয়েছে সবচেয়ে বেশি।
গত ২৪ ঘন্টায় রাজবাড়ীর দৌলতদিয়া গেজ ষ্টেশন পয়েন্টে ১৫ সে.মি পানি বৃদ্ধি পেয়ে যা ৭.৯০ সে.মি মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে নদীর তীরবর্তী নি¤œাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হতে শুরু করেছে। তবে এখনও এ পয়েন্ট পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে না।
তবে এভাবে প্রতিদিন পানি বাড়তে থাকলে দু’একদিনের মধ্যেই তা বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হবার সম্ভাবনা রয়েছে। ফলে চিন্তিত হয়ে পরেছেন নদীর তীরবর্তী এলাকার কৃষকরা।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
(Visited 17 times, 17 visits today)