নীলফামারীতে করোনায় মৃত্যু ২, আক্রান্ত ৬৮

নীলফামারীতে করোনায় মৃত্যু ২, আক্রান্ত ৬৮

করোনা ভাইরাস সংক্রমনে গত ২৪ ঘন্টায় নীলফামারীতে নতুন করে আরও দুই জনের মৃত্যু হয়েছে।

এরা হলো জেলা সদরের কাজিরহাটের আব্দুল মজিদ(৬৪) ও ডিমলা উপজেলার বড়জুম্মা গ্রামের শাহেদা বেগম(৬৫)। এনিয়ে এ জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৮ জনে। অপর দিকে গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৪ শিশু সহ ৬৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যা জেলার একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এর আগে গত ৩ জুলাই জেলায় ৫০জন করোনা পজিটিভ হয়েছিল।আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী নীলফামারী জেলায় আজ মঙ্গলবার পর্যন্ত ৩৩২ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে জেনারেল হাসপাতালে ৩৬ জন, সৈয়দপুর হাসপাতালে ৯ জন, হোম আইসোলেশনে ২৭২ জন ও রংপুর মেডিকলে ১৫ জন।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Explore More Districts