নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৩৯ মণ সামুদ্রিক মাছ জব্দ

আনোয়ারা উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মাছ শিকার করে বিক্রির সময় ৩৯ মণ সামুদ্রিক মাছসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছগুলো উপজেলার ২৮টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

পরে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী ট্রাকের চালককে ২ হাজার টাকা জরিমানা করেন।

Advertisement

মঙ্গলবার (৬ জুলাই) সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝির ঘাট এলাকা থেকে মাছসহ ওই ট্রাকটি জব্দ করে উপজেলা মৎস্য বিভাগ।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক জানান, ২০ মে থেকে ২৩ জুলাই সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণের কারণে ৬৫ দিনের জন্য মাছ শিকারের নিষেধাজ্ঞা জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকার করে ঘাটে বিক্রি করছিলেন জেলেরা। ব্যবসায়ীরা ট্রাকভর্তি মাছ নিয়ে ফেরার সময় ওই ট্রাকটি জব্দ করা হয়। পরে উপজেলার ২৮টি এতিমখানায় মাছগুলো বিতরণ করা হয়।

এমকে

Advertisement

Explore More Districts