নকল কষ্টিপাথর বিক্রি করতো যতীশ চন্দ্র মজুমদার

ফেনীতে ভুয়া কষ্টিপাথরসহ চোরাকারবারীকে ধরলো র‌্যাব

ফেনী জেলার ফেনী পৌরসভা এলাকা থেকে ভুয়া কষ্টিপাথরসহ যতীশ চন্দ্র মজুমদার (৩৫) নামের এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৭)। এসময় তার কাছ থেকে ১৩ কেজি ওজনের ১টি লম্বা ভুয়া কষ্টি পাথর উদ্ধার করা হয়।

৬ জুলাই, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে উত্তর সহদেবপুর খায়রুল ইসহাক রোডের রাস কুটিরের ৪র্থ তলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যতীশ চন্দ্র মজুমদার নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরপার্বতী এলাকার বজ্রলাল চন্দ্র মজুমদারের ছেলে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনী পৌরসভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় ঘটনাস্থলের বসতঘরের ৪র্থ তলায় সিড়ির বাম পাশের কক্ষ থেকে ১৩ কেজি ওজনের ১টি লম্বা আকৃতির কথিত কষ্টিপাথর উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে অবৈধভাবে কষ্টি পাথর চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলে বিক্রি করে আসছে।

পরে গ্রেফতারকৃত আসামীকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এফএম/কেএন

Advertisement

Explore More Districts