টরন্টো: প্রকৃতির কী আশ্চর্য খেলা ! পৃথিবীর যে দুটি দেশে সবচেয়ে বেশি ঠাণ্ডা পড়ে, তার মধ্যে কানাডা অন্যতম ৷ সেই দেশের মানুষই এখন প্রচণ্ড গরমে কাতরাচ্ছেন ৷ তাপপ্রবাহে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে হল ৪৮৬ ৷ গত কয়েকদিনে প্রচণ্ড তাপপ্রবাহে মৃতের সংখ্যা বেড়েই চলেছে কানাডায় ৷ সরকারি সূত্রে এই হিসেব হলেও আসলে মৃতের সংখ্যা আরও বেশি বলেই মনে করছেন আবহাওয়াবিদরা ৷ ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে ৷ অধিক তাপমাত্রার কারণেই ব্রিটিশ কলম্বিয়ার বেশ কয়েকটি অঞ্চলে দাবানলও ছড়িয়ে পড়েছে বলে প্রশাসন সূত্রের খবর।
I didn’t think it was possible, not in my lifetime anyway.
+49.6°C in Canada 🇨🇦 That is 121°F!
This is the story of the Canadian heat record that was crushed on 3 consecutive days by an unfathomable margin of +4.6°C (+8°F).
This moment will be talked about for centuries. pic.twitter.com/Ogkn5KQKBM
— Scott Duncan (@ScottDuncanWX) June 30, 2021
গত ২৪ ঘণ্টায় সর্বাধিক মৃত্যু হয়েছে কানাডায় ৷ ভ্যাঙ্কুভারের পাশাপাশি লিটন, ব্রিটিশ কলাম্বিয়া-সহ একাধিক জায়গার তাপমাত্রা উঠেছে ৪৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনও তাপমাত্রায় কোনও হেরফের হবে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা৷ এই প্রচণ্ড গরমে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে ৷
Published by:Siddhartha Sarkar
First published: