ঢাকুরিয়া আমরির ক্যাথল্যাব ইনচার্জের করোনা যুদ্ধ জয় এখন অনুপ্রেরণা

<p>ফুসফুসে সংক্রমণ, সঙ্গে প্রবল জ্বর। চোখের সামনে দেখেছেন মৃত্যু। তাকে হেলায় হারিয়ে, করোনাকে (Coronavirus) ভয় না পাওয়ার বার্তা দিচ্ছেন ঢাকুরিয়া আমরির ক্যাথল্যাব ইনচার্জ। পুরোদমে কাজে ফিরে কর্তব্য অবিচল তাপস রক্ষিত।</p>
<p>ফুসফুসে প্রবল রক্তক্ষরণ! ১০৫-এর উপর জ্বর! দু&rsquo;সপ্তাহের বেশি ছিলেন বিচ্ছিন্ন দ্বীপের মতো HDU-তে! ক্রমাগত অবস্থার অবনতি থাকায় কার্যত হাল ছেড়ে দিয়েছিলেন চিকিৎসকরা। মৃত্যুমুখ থেকে ফিরে জীবনের জয়গান করোনাজয়ীর গলায়। গত বছরের এই জুলাইতে মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হন তাপস রক্ষিত। যিনি ঢাকুরিয়া আমরির ক্যাথল্যাব ইনচার্জ।</p>
<p>১৯ দিন নিজেদের হাসপাতালেই ভর্তি ছিলেন তাপস রক্ষিত।</p>
<p>তার মধ্যে টানা ১৫ দিন ছিলেন HDU-তে। এর মধ্যে ১০৫ জ্বর ওঠে, সঙ্গে রক্তবমি। দু&rsquo;সপ্তাহের বেশি ধরে যমে-মানুষে টানাটানির পর বাড়িতে ফিরলেও, মাস দুয়েক শয্যাশায়ী ছিলেন এই স্বাস্থ্যকর্মী।&nbsp;</p>
<p>মৃত্যুমুখ থেকে ফিরে কাজে যোগ দিয়েছেন। কিন্তু শরীর এখনও দেয় না। সিঁড়ি ভাঙলে হাঁফ ধরে যায়। তবুও করোনার বিরুদ্ধে যুদ্ধে হাসপাতালের ডাক্তার, নার্সদের সঙ্গে সমান তালে লড়ছেন ৫৩ বছরের করোনা জয়ী।</p>

Explore More Districts