ডিএসইর নতুন এমডি তারিকুল আমিন ভূঁইয়া

এদিকে সানাউল হকের পদত্যাগের পর এমডি নিয়োগের জন্য তিন দফা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রথম দুই দফায় বিজ্ঞপ্তির পর যাঁদের আবেদন জমা পড়েছে, সেখান থেকে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। তৃতীয় দফায় আবেদনকারীদের মধ্য থেকে তারিকুল আমিনকে বেছে নেয় বিএসইসি। কারণ, তাঁর রয়েছে তথ্যপ্রযুক্তি বিষয়ে কাজের অভিজ্ঞতা। ডিএসই সূত্রে জানা গেছে, নতুন নিয়োগ পাওয়া এমডি অস্ট্রেলিয়ায় বেসরকারি সংস্থার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি দেশে ব্র্যাক ব্যাংক ও বিকাশের উচ্চ পদে কাজ করেছেন।

Explore More Districts