টাঙ্গাইলের সখীপুরে মালবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত – News Tangail

টাঙ্গাইলের সখীপুরে মালবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত – News Tangail

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে মালবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ জাহাঙ্গীর আলম (২৬) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

০৬ মার্চ সোমবার রাত ৯ টার দিকে উপজেলার বড়চওনা বাজার সংলগ্ন রনির চা স্টলের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর নবগঠিত বড়চওনা ইউনিয়নে শিরিরচালা গ্রামের মোঃ সূর্যাত আলীর ছেলে। তিনি পেশায় স্থানীয় বড়চওনা বাজারে একজন ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসায়ী ছিলেন।

জানা যায়, সোমবার রাত ৯ টার দিকে সখীপুর- সাগরদীঘি সড়কের বড়চওনা বাজারের উত্তর পাশে ব্রিজ সংলগ্ন রনির চা-স্টলের সামনে মোটরসাইকেল ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থা মোটরসাইকেল জাহাঙ্গীর আলমকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং তার অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

নবগঠিত বড়চওনা ইউনিয়ন পরিষদের প্রশাসক আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts