ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী মাছিমপুরে রাস্তা নিয়ে বিরোধিতার জেরে আপন ভাই এর নামে থানায় অভিযোগ করেছেন অপর ভাই মো. নবীনুর আলম।
জানা যায়, গত ১জুলাই রাত আনুমানিক ৮ ঘটিকার সময়, শফিকুল ইসলাম ও তার লোকজন নিয়ে অবৈধভাবে জোর পূর্বক জমি দখল ও লিখে নেওয়ার পায়তারা করেন।
এবিষয়ে বাদী নবীনুর আলম বলেন, আমার বাসায় এসে জায়গা লিখে দিতে ভয় ভীতি দেখায় এবং প্রাণ নাশের হুমকি দেয়। আমি বাধা দেয়ার চেষ্টা করলে, আমার ছেলে ফারদিন ও আমাকে এলোপাথারি মারপিট শুরু করে। আমাদের চিৎকার চেচামেচি শুনে এলাকার লোক জন এগিয়ে আসলে আমাকে পূণরায় প্রাণ নাশের হুমকি দিয়ে তারা স্থান ত্যাগ করে চলে যায়।
তিনি আরও বলেন, এছাড়াও বিবাদী ইব্রাহিম সরকার পিতাঃ আব্দুল বাতেন মিয়া আমার বড় ভাই এর সাথে যোগ সাজেশে আমার জমি দখল করার পায়তারা করতেছে।
