মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম কে বিদায় সংবর্ধনা দিয়েছে জাগো মেহেরপুর নামের একটি সংগঠন। রবিবার বিকালে পুলিশ সুপারের কার্ষালয়ে উপস্থিত হয়ে মাদক নিয়ন্ত্রিত জেলা গড়ার অগ্রনী সৈনিক হিসেবে পুলিশ সুপার হামিদুল আলম কে জাগো মেহেরপুরের পক্ষ থেকে সন্মানা স্মারক প্রদান করা হয়। পুলিশ সুপারের হাতে সন্মানা স্মারক তুলে দেন জাগো মেহেরপুরের উপদেষ্টা তুহিন আরণ্য, জানে আলম,সংগঠনের মূখ্যপাত্র শোয়েব রহমান। এসময় উপস্থিত ছিলেন, জিাগো মেহেরপুরের সম্পাদক অনিম আহম্মেদ, আব্দুল আলিম, সাব্বির হোসেন সুইট, স্বাধীন সোহান, রাশিমুল সহ অন্যন্য সকল সংগঠকবৃন্দ পরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ সুপার হামিদুল আলম বলেন, আমি মেহেরপুরে যোগদান করার পর জাগো মেহেরপুর নামের একটি সংগঠনের নাম শুনে ছিলাম। পরে জানলাম সংগঠনটি মাদক মুক্ত মেহেরপুর গড়ার জন্য আন্দোলন করে চলেছে। পরে তাদের সাথে বিভিন্ন মাদক বিরোধী আন্দোলনে আমি উপস্থিত থেকেছি। এবং আমি মেহেরপুর কে মাদক নিয়ন্ত্রিত জেলা ঘোষনা করা পর তারা আমাকে বিভিন্ন ভাবে সহযোগীতা করে চলেছে। তিনি আরো বলেন, আমি এই জেলা থেকে চলে গেলেও জাগো মেহেরপুর মাদক বিরোধী আন্দোলন চালিয়ে যাবে বলে আমি আশা করি। কিসের অপেক্ষা তোমার,জেগে ওঠো এখনি,গর্জে ওঠো, মাদক ও দুর্ণীতি মুক্ত সুন্দর ও সপ্নিল একটি মেহেরপুর গড়ার প্রত্যয়ে। এই স্লোগান কে সামনে নিয়ে জাগো মেহেরপুর নামের এই সংগঠনটি ২০১৩ সাল থেকে মাদক মুক্ত মেহেরপুর গড়ার লক্ষে বিভিন্ন আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।
