ছবি: প্রতীকী
স্বাস্থ্য সেবা বিভাগ গত কয়েকদিন বেশ কিছু প্রজ্ঞাপনের মাধ্যমে চিকিৎসকদের বিভিন্ন হাসপাতালে দায়িত্ব দিয়েছিল। তবে মঙ্গলবার (৬জুলাই) চিকিৎসকদের বদলির আদেশে ভুল থাকায় ওইসব প্রজ্ঞাপন স্থগিত করা হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই স্থগিতাদেশ দেয়া হয়।
এর আগে, করোনা আক্রান্তদের সেবা নিশ্চিতে ১ হাজার ২৫১ জন চিকিৎসককে বিভিন্ন হাসপাতালে সংযুক্তির মাধ্যমে পদায়ন করেছে সরকার। স্বাস্থ্য সেবা বিভাগ গত কয়েকদিন বেশ কিছু প্রজ্ঞাপনের মাধ্যমে এসব চিকিৎসককে বিভিন্ন হাসপাতালের দায়িত্ব দিয়েছে।