মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা সৈয়দ এমরান সালেহ এসব কথা বলেন।
এমরান সালেহ বলেন, সরকারের মন্ত্রী-কর্মকর্তারা বলে যাচ্ছেন তারা পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করেছেন। একটা লোকও না খেয়ে মারা যাবে না। অথচ দেশের অগণিত মানুষ এখন নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি। এই দায় কার?
প্রতিদিন জ্যামিতিক হারে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এই ভয়াবহ পরিস্থিতিতে জনগণ এখন দিশেহারা হয়ে পড়েছে।