কী কাণ্ড! পাকিস্তানে ইতালির দূতাবাসের লকার থেকে চুরি গেল ১০০০টি ভিসার স্টিকার!

ইসলামাবাদ: ভিসার স্টিকারই এবার চুরি হয়ে গেল দূতাবাসের লকার রুম থেকে! অবাক করার মতোই এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের ইসলামাবাদে ইতালির দূতাবাসে ৷ পাকিস্তানের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই খবরের সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে ৷ জানানো হয়েছে, প্রায় ১০০০টি শেনগেন ভিসার স্টিকার চুরি গিয়েছে ইসলামাবাদে ইতালির দূতাবাসের লকার রুম থেকে ৷

এই ঘটনায় হতবাক প্রত্যেকেই ৷ চুরি যাওয়া ৭৫০ স্টিকার ভিসার নম্বর ITA041913251 to ITA041914000-এর মধ্যে এবং বাকি ২৫০টি ভিসার স্টিকার নম্বর ITA041915751 থেকে ITA041916000-এর মধ্যে ৷ বিশ্বের সবচেয়ে বেশি শেনগেন ভিসা (Schengen Visa) বাতিল হওয়া দেশগুলির তালিকায় ১১ নম্বরে রয়েছে পাকিস্তান ৷ আফ্রিকার বিভিন্ন দেশের পাশাপাশি পাকিস্তানেরও শেনগেন ভিসা রিজেকশনের রেট অনেক বেশি ৷ পরিসংখ্যান বলছে, চলতি ২০২১-এই এখনও পর্যন্ত ৪৩.৫ শতাংশ শেনগেন ভিসা বাতিল হয়েছে পাকিস্তানিদের ৷ তবে ভিসার স্টিকার চুরির ঘটনা সত্যি নক্কারজনক ৷ এর সমালোচনা করেছে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলি ৷

Published by:Siddhartha Sarkar

First published:

Explore More Districts